মাগুরায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে অর্ধ লক্ষাধিক তালবীজ রোপণ

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ  

 

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে মাগুরায় অর্ধ লক্ষাধিক তালবীজ রোপন করা হয়েছে।সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে  মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তালবীজ রোপনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ আকরাম আল হোসেন। এসময় মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে স্ব-স্ব প্রতিষ্ঠান এলাকায় অর্ধ লক্ষাধিক তালবীজ রোপন করেন।সদর উপজেলার মোট ১৩টি ইউনিয়ন পরিষদে , ১৯৪ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা  ও ৯৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রীরা সহ উপজেলার সকল এন জি ও প্রতিনিধি তালবীজ রোপণে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.