মাগুরায় বোরো ধান ক্রয় ও চাল সংগ্রহের উদ্বোধন

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদ :

মাগুরায় সরকারিভাবে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার ‌( ১০ মে ) বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।এবার  ৫৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন চাল ও ৪০ লাখ ৯৫ হাজার মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সঞ্চালনায় এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবিরসহ কৃষকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধান বিক্রয়কারী এক কৃষক মাগুরা সংবাদকে বলেন, সরকারিভাবে আমরা ভালো মূল্যে ধান বিক্রি করতে পেরে অনেক উপকৃত হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

Leave a Reply

Your email address will not be published.