ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন শালিখার ওসি

শালিখা

মাগুরা সংবাদ:

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরা:

করোনাভাইরাস জনিত দুর্যোগে গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। এরই মধ্যে মাগুরা জেলায় পুলিশ ও ডাক্তার সহ ১৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন ।এমন একটি দুর্যোগময় পরিবেশে মানুষই সংকটে পড়েছেন ।অসহায়,হতদরিদ্র,দিনমুজুর ও শ্রমজীবী মানুষের জীবনে চরম সংকট নেমে এসেছে । করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে ঘর থেকে বের হতে পারছেন না বেশির ভাগ মানুষ৷ এমন সময় ঘরে বসে ক্ষুধার জ্বালা মিটাতে হচ্ছে তাদের ।ঠিক তখনই জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সরকাররের নির্দেশনায় পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধ করা সহ হতদরিদ্র মানুষের পাশে এসে দারিয়েছেন৷ গত ১৭মে খাদ্য সহযোগিতা চেয়ে কর্মহীন ও ক্ষুধার্ত একজন অসহায় মহিলার ফোন পেলেন শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম৷ এসময় তিনি তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছে দিলেন অসহায় ওই পরিবারের বাড়ি৷ এব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, যেকোনো সমস্যায় শালিখা থানা পুলিশ আপনাদের পাশে আছে এবং থাকবে৷আপনারা শুধু সরকারি নির্দেশ মেনে চলুন৷ উল্লেখ্য গত কয়েক দিন আগে শালিখা থানা পুলিশের পক্ষ থেকে হতদরিদ্র,অসহায়,দিনমুজুর ও শ্রমজীবি ১০০ পরিবারের মাঝে চাল,ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.