শালিখা উপজেলার ভিতর গন্ধ ছড়াচ্ছে-সংস্কার বিহীন টয়লেটটি

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

মাগুরার শালিখা উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত এক মাত্র গণ টয়লেটটি দীর্ঘ দিন অবহেলা অযতেœ পড়ে থাকা ও সংস্কার না হওয়ায় চরম দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলা অফিস এলাকার মানুষ জন। উলে­খ্য সাবেক উপজেলা কোর্টের পিছনে সাধারণ জনগণগের জন্য নির্মিত হয়েছিল এই টয়লেটটি। এক মাত্র টয়লেটটি প্রায় ১০ বছর ধরে সংস্কার না হওয়ায় সেখানে উপজেলার ময়লা আবর্জনার স্তুপ জমে চরম নংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও তার ভিতরে মলমুত্র ধারণ ক্ষমতা না থাকায় চারিদিকে উপছে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে সাধারণ মানুষ বিভিন্ন কাজে উপজেলার দূর দূরন্ত থেকে এসে টয়লেটটি ব্যবহার করতে পারছেনা। অন্যদিকে দূরগন্ধে অতিষ্ঠ হচ্ছে। এ ব্যাপারে উপজেলার বুনাগাতী থেকে আসা এক ব্যক্তি বলেন এখানে প্রতিদিন শতশত মানুষ বিভিন্ন কাজে ছুটে আসে কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দিলে তাদের জন্য কোন টয়লেটের ব্যবস্থা নেই, এটা খুবই দুঃখজনক। এব্যাপারে উপজেলা উপ স্বাস্থ্য প্রকৌশলীর সাথে কথা বললে তিনি বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সাথে কথা বললে তিনি বলেন। সাধারণ মানুষের দাবী অনতিবিলম্বে উক্ত টয়লেট সহ উপজেলা সদর আড়পাড়া বাজারে দুই পাশে দুইটি গণ টয়লেট নির্মাণ করা হোক। এব্যাপারে উপজেলা গণস্বাস্থ্য প্রকৌশলী এমএম মাহবুবুর রহমানের সাথে কথা বললে তিনি মাগুরা সংবাদকে বলেন মেইনটেইন্স দায়িত্ব আমাদের না। আমরা শুধু নির্মাণের পর হস্তান্তর করেদি। এ ব্যাপারে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নবিরুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমি দেখেছি। এ মাসের সমন্বয় সভায় মিটিংয়ে উত্তোলন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.