শালিখায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারে কর্মশালা

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

মাগুরার শালিখায় পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এম সি এইচ পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিবার পরিকল্পনার বাস্তবায়নে এ কর্মশালায় সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার, স্বাস্থ্য কর্মী, সহকারী স্বাস্থ্যকর্মীসহ, স্থানীয় চেয়ারম্যান বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশ নেন। অনুষ্ঠিত কর্মশালায় দেশে মা ও শিশু মৃত্যুর হার হ্রাস, পুষ্টি বৃদ্ধিসহ স্বাভাবিক নিরাপদ প্রসবের ক্ষেত্রে করনীয় বিভিন্ন পদক্ষেপ জোরদার করণ এর বিষয়ে অবহিত করা হয়। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড, শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডঃ মোহাম্মদ শরীফ পরিচালক (এম,সিএইচ),মোঃ শরিফুল ইসলাম যুগ্ন সচিব পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা, তৃপ্তি বালা উপ পরিচালক এম সি কিউ ঢাকা, ডঃ প্রদীপ কুমার, সিভিল সার্জন মাগুরা, নিরঞ্জন বন্ধু দাম পরিচালক পরিবার পরিকল্পনা মাগুরা, উপজেলা পরিষদের .চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মেডিকেল অফিসার ডঃ সোমা সাহা। অনুষ্ঠাটির সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শুম্ভু মিত্র।

Leave a Reply

Your email address will not be published.