মাগুরায় “৪৭ স্টার” নামক ভুয়া প্রতিষ্ঠানে চাকুরী প্রদানের নামে হাতানো হচ্ছে লাখ লাখ টাকা

মাগুরা সদর

মাগুরা সংবাদ:

মাগুরা জেলায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ভালো বেতনের চাকরি দেওয়া হবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে। শিক্ষাগত যোগ্যতার বিশেষ দরকার নেই। যে টাকা জমা দিয়ে ‘ভর্তি’ হবে,সে বেতন পাবে। এ চাকরিতে উন্নতির পথ প্রশস্ত। পরিশ্রম করলে অল্পদিনেই ভাগ্য খুলে যাবে। বেকার যুবকদের সামনে এমন প্রলোভনের মুলো ঝুলিয়ে দিয়েছে ‘৪৭ স্টার বিজনেস সেন্টার লিমিটেড’। এভাবে সরলপ্রাণ চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। সম্প্রতি মাগুরা সংবাদের হাতে এই প্রতারক চক্রের অজানা অনেক তথ্য এসে পড়েছে। জানা যায়,চাকরি দেওয়ার নামে একেকজনের কাছ থেকে ১০ হাজার টাকার উপর থেকে অনেক টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে।অথচ ৪৭ স্টার বিজনেস সেন্টার লিঃ এর কোন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার নেই।যে প্রতিস্টানের কোন অনুমোদনই নেই তারা এই ধরনের কাজ কিভাবে করছে সেটি ভাবিয়ে তুলেছে স্থানীয় জণগ্ণকে।প্রতিষ্ঠানটির মাগুরার অফিস ভিটাসাইর এলাকার ফাতেমা পাম্পের ২২০ গজ পুরবপাশে চারতলা বিল্ডিংয়ের ২ তলায়।

প্রতিষ্ঠানটির সাথে সংযুক্ত সদস্যরা হলেন

১| রুহুল আমিন রুবেল নাটোর জেলা।
২| শহীদুল ইসলাম সাগর- কুড়িগ্রাম জেলা।
৩| মাসূদুল আলম – চট্টগ্রাম জেলা।

Leave a Reply

Your email address will not be published.