ফেরি উল্টে পদ্মায় ডুবল মাগুরার সাইদুজ্জামানের ঋণে কেনা ট্রাক

বাংলাদেশ মাগুরা সদর

মাগুরা সংবাদ:

পদ্মা নদীতে ফেরি উল্টে ডুবল মাগুরার সাইদুজ্জামানের ঋণে কেনা ট্রাক।সাইদুজ্জামানের বাড়ি মাগুরা জেলার সীমাখালী এলাকায়।তিনি বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ডুবে যাওয়া ফেরির দিকে। আর অপেক্ষায় রয়েছেন কখন তার ট্রাকটি ওপরে তুলে আনবেন উদ্ধারকর্মীরা।আর্থিকভাবে সচ্ছলতার জন্য পাড়ি জমান মালেশিয়ায়।নিজের জমানো টাকা আর ব্যাংকঋণ নিয়ে কেনেন একটি ট্রাক। প্রতি মাসে ঋণের কিস্তি জমা দিয়েও ভালোই চলছিল তার সংসার। প্রতিদিনের মতো ট্রাকে দেশের বিভিন্ন জায়গায় মাল নিয়ে যেতেন তার ড্রাইভার।হঠাৎ সাইদুজ্জামানের ড্রাইভার ফোন করে বলে পদ্মা পাড়ি দেওয়ার সময় পাটুরিয়া ঘাটে  আমানত শাহ ফেরি তার ট্রাকটিসহ উল্টে গেছে।সাথে সাথে সাইদুজ্জামানের মাথায় যেন আকাশ ভেংগে পড়ল।খবর পেয়ে ছুটে গেল পদ্মা নদীর পাড়ে।আর প্রলাপ করতে লাগল,এখন কী করব, কোথায় যাব! আমার আর কিছুই রইল না। যদি ট্রাকটি উদ্ধার করা হয়ও তাহলেও অনেক টাকা ডেমারেজ লাগবে।

গত বুধবার সকালে যানবাহন বোঝাই আমানত শাহ নামের একটি রো রো ফেরি পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটের কাছে উল্টে যায়। ফেরিতে থাকা যানবাহন ডুবে যায় পানিতে। এখন পর্য়ন্ত বেশ কয়েকটি ট্রাক উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.