মাগুরা শ্রীপুরে মাছের সাথে শত্রুতা, তিন লক্ষ টাকার ক্ষতি

শ্রীপুর

মাগুরা সংবাদ:

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিনগত রাতে কোন এক সময় উপজেলার শ্রীকোল ইউনিয়নের বড়বিলা মাঠের একটি পুকুরের এই ঘটনা ঘটে।

জানা যায়, কে বা কারা রাতের অন্ধকারে শত্রুতা বসত পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে। পরে সকালে পুকুরের মালিক পূর্ব শ্রীকোল গ্রামের তোজাম্মেল জোয়ার্দার পুকুরে গিয়ে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে। এতে পুকুরের মালিক তোজাম্মেল প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে হবে দাবি করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মাছ চাষী তোজাম্মেল জোয়ার্দার বলেন, ‘এক একর ৪০ শতাংশ জমিতে পুকুর খনন করে রুই, কাতলা, মৃগেল, ও সিলভার কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেছিলাম। গত রাতে প্রতিহিংসা করে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৩লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেও কোন অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published.