মাগুরা জেলা সম্মেলনের নেতৃত্ব নির্বাচনে কী বার্তা দেবে আ.লীগ

মাগুরা সদর রাজনীতি

মাগুরা সংবাদ:

আগামী শনিবার (১৪ মে) মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাগুরা জেলা সম্মেলনের নেতৃত্ব নির্বাচনে কী বার্তা দেবে আওয়ামী লীগ, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। সভাপতি- সাধারণ সম্পাদক পদে নতুন-পুরাতনের সমন্বয় না নতুন মুখের চমক আসবে।

এবারের সম্মেলনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছে বলে জানা যায়।

ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা দলের জেলা কার্যালয়ে ভিড় করছেন।

মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে।এবারে হাইব্রিডদের বাদ দিয়ে দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নবীন ও প্রবীণের সমন্বয়ে জেলা কমিটি গঠনের দাবি তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা।

দলটি তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রতিটি জেলায় সম্মেলন শুরু করেছে বলে জানা যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতিতে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। এ ছাড়াও থাকবেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published.