মাগুরায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

মাগুরা সদর

মাগুরা সংবাদ:

 

কালের বিবর্তনে দেশের গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঢেঁকি। অতীতে গ্রামবাংলার প্রায় প্রতিটি বাড়িতে ধান থেকে চাল তৈরির জন্য কিংবা চালের আটা তৈরির জন্য একমাত্র ঢেঁকিই ছিল ভরসা। আবহমান বাংলার ঐতিহ্য ঢেঁকি এখন আর আগেরমতো চোখে পড়ে না। বিয়েশাদির উৎসবে আয়োজন করা হয় না ঢেঁকি ছাঁটা চালের ফিরনি-পায়েসের। এখন সর্বত্রই অসংখ্য যান্ত্রিক ধান ভাঙার মেশিন ঢেঁকির সেই কদর কেড়ে নিয়েছে। বর্তমান পাড়ায় পাড়ায় ধানভাঙা হাসকিং মিল এমনকি ভ্রাম্যমাণ মিল প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধান ভেঙে দেয়।

একসময় ঢেঁকি ছিল মাগুরার গ্রামগঞ্জের চাল ও চালের গুঁড়া তৈরির একমাত্র মাধ্যম। বধূরা ঢেঁকিতে চাল ভাঙতেন গভীর রাত থেকে সকাল পর্যন্ত। উপজেলার গ্রামগুলোতে এখন ঢেঁকি খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published.