মহম্মদপুরের রাজুকে ইরাকে আটক,আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

মহম্মদপুর

 

মাগুরা সংবাদ :

আন্তর্জাতিক একটি মানবপাচারকারী চক্রের  সদস্যরা বিদেশে মাগুরার রাজুকে আটকে রেখে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।রাজু (৩১) মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রামের ম‌তিয়ার ফ‌কিরের ছেলে।

জানা যায়, রাজুকে একটি চক্র বিদেশে আটকে রেখে ৪ লক্ষ টাকা দাবি করে প্রথম কিস্তিতে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে।

সম্প্রতি ভুক্তভোগীদের এমন অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে যশোর মনিরামপুর উপজেলায় গ্রেফতারের পর এসব তথ্য উঠে আসে বলে জানিয়েছে রাজাপুর ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন।

এ বিষয়ে রাজাপুর ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন মাগুরা সংবাদকে জানান,মোবাইল ফোনের সুত্র ধরে উর্ধতন কর্মকর্তার অনুমোদনক্রমে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (২২ মার্চ ) রাত সাড়ে আটটায় আসামিদের যশোর থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জিহাদ হাসান (৩১) ও ওবায়দুল ইসলাম (২২)। জিহাদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চেচুরী গ্রামের রুস্তম গাজীর ছেলে এবং ওবায়দুল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাটিংগা গ্রামের  কলিম উদ্দিনের ছেলে।

 গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১০টি সিম ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.