মাগুরায় জগদল থেকে নকল সার ও কীটনাশক উদ্ধার

মাগুরা সদর

মাগুরা সংবাদ :

 

মাগুরা সদর উপজেলার জগদল বাজারে একটি গোডাউন থেকে শুক্রবার বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। বিএডিসি ও বিসিআইসি’র অনুমোদন ছাড়াই মোস্তাফিজুর রহমান কাজল নামে এক ব্যক্তি মজুতের পাশাপাশি স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীদের কাছে এসব নকল সার-কীটনাশক বিক্রি করে আসছিল। মাগুরার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর এ নবী জানান, মাগুরার সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামের কালাম শিকদারের ছেলে মোস্তাফিজুর রহমান কাজলের সরকারি কোনো অনুমোদন নেই। অথচ তিনি দীর্ঘদিন যাবত জগদল বাজারের একটি গোডাউনে সার-কীটনাশক মজুত করে ব্যবসা করে আসছিলেন। বিষয়টি জানার পর ইউএনও আবু সুফিয়ানের উপস্থিতিতে অভিযান চালিয়ে ১৪ হাজার ৭৫০ কেজি টিএসপি, ২০৪ কেজি জিঙ্ক সালফেট, ১ হাজার ৮২৬ বোতল ফুরডানসহ ১৪ প্রকারের সার-কীটনাশক উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.