মাগুরায় খেজুর রসের সুস্বাদু পাটালি গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা

মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

প্রকৃতিতে শীতের আগমনে বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের কাজ।মাগুরার বিভিন্ন অঞ্চলের গাছিরা এখন ব্যস্ত রস সংগ্রহে।
চিরাচরিত সনাতন পদ্ধতিতে মাটির ভাঁড়ে রাতভর রস সংগ্রহ করা হয়।

ভোরের সূর্য ওঠার আগে গাছিরা রসভর্তি মাটির ভাঁড় গাছ থেকে নামিয়ে পরে মাটির হাঁড়িতে কিংবা টিনের বড় তাওয়ায় জ্বাল দিয়ে গুড়-পাটালি ও লালি তৈরি করেন। নতুন খেজুর রসের গুড়-পাটালি তৈরির পর তা চলে যাচ্ছে বাজারে।

রস সংগ্রহ, গুড় তৈরি ও বাজারে বিক্রি করতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা।
গ্রামের ঘরে ঘরে খেজুর রসের পিঠা, পায়েস, গুড়ের মুড়ি-মুড়কি ও নানা ধরনের মুখরোচক খাবার তৈরি করার ধুম পড়েছে।

বাজারে চিনির দাম তুলনামূলক কম হলেও পাটালি গুড়ের চাহিদা কমেনি বলে জানিয়েছেন স্থানীয় গাছিরা।

শুক্রবার (১লা জানুয়ারি) মাগুরার মহম্মদপুর   উপজেলায় বালিদিয়া গ্রামে চোখে পড়ে পাটালি গুড় তৈরিতে গাছিদের ব্যস্ততা।খেজুর রস জ্বাল দিয়ে তৈরি হয়েছে গুড়।

গাছি মোস্তফা মাগুরা সংবাদকে জানান, এ বছর বেশ কিছু গাছ রস উপযোগী করেছেন তিনি। প্রস্তুত করা প্রতিটি গাছ থেকে সপ্তাহে দুই-তিনদিন রস সংগ্রহ করা হয়। প্রতিটি গাছ থেকে শুরুতে এক থেকে দুই কেজি করে রস সংগ্রহ হয় ও আস্তে আস্তে তা বাড়ে।

 

Leave a Reply

Your email address will not be published.