মাগুরায় ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকে প্রতারিত হচ্ছে সাধারন মানুষ

মাগুরা সদর সম্পাদকীয়

মাগুরা সংবাদঃ  

মাগুরা জেলায় অবৈধ ভাবে গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক।  প্রতারিত হচ্ছে সাধারন মানুষ। জানা যায়,উপজেলার সদর হাসপাতালগুলোর  সামনে অবস্থিত  ডায়াগনিষ্ট সেন্টারে চিকিৎসার জন্য আসা রোগিদের নিয়ে টানা হেচড়া শুরু হয়ে জায়। নিয়ম অনুযায়ী এক্স-রে মিশিন বসানোর নিয়ম থাকলেও সেটি বসানো হচ্ছে না। ফলে এক্স-রে মেশিনের রঞ্জনরশ্মী ঘরের বাহিরে ছড়িয়ে পড়ছে। এতে অত্র এলাকার সাধারন মানুষদের মধ্যে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ছে। এবং ওই ডায়গনষ্টিক সেন্টারে কর্মরত রেডিওগ্রাফার সহ আগত রোগীদের এক্সে-রে রঞ্জনরশ্মীর কারনে চরম ক্ষতির সন্মুখীন হতে হচ্ছে। অনেক ডায়গনিষ্টিক সেন্টারে ডিপ্লোমা ডিগ্রী ধারী রেডিওগ্রাফার ও নাই।একজন সাধারণ অল্প শিক্ষিত মানুষকে দিয়ে রেডিওগ্রাফারের কাজ সহ বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে।এছাড়া নিয়ম অনুযায়ী সরকারী হাসপাতাল নিরদিষ্ট গজের মধ্যে কোন প্রাইভেট ক্লিনিক বা ডায়গনিষ্টিক সেন্টার করা যাবে না। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে  স্বাস্থ সর্ম্পকৃত উর্ধতন কর্তা ব্যাক্তিদের ম্যানেজ করে হাসপাতাল গেটের কিছুটা সামনে  অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে অনেকে ।এলাকার সচেতন  নাগরীক ওই সব অবৈধ ডায়গনষ্টিক সেন্টার ও ক্লিনিক গুলো দ্রুত বন্ধের জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.