অবৈধভাবে ভারতে প্রবশেকালে মাগুরার ৫ জনসহ ১১ জন আটক

শালিখা

মাগুরা সংবাদ:

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি।

গত শনিবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- চট্রগ্রাম জেলার পাহাড়তলী সদর থানার মৃত মফিজের ছেলে জসিম (৪০), স্ত্রী বৃষ্টি বেগম (৩০), শিশু পুত্র নয়ন (৬), মেয়ে রিহা(১৪), বাগেরহাট জেলার সন্ন্যাসী গ্রামের ওহাব সিকদারের ছেলে আল আমিন (২৩),তার স্ত্রী সালমা (১৯), মাগুরার শালিখা থানার মনোখালী গ্রামের মৃত কালিপদ বিশ্বাসের ছেলে সুভাষ বিশ্বাস (৬৫),তার ছেলে বিদ্যুৎ বিশ্বাস(৩৫),তার স্ত্রী তৃপ্তি বিশ্বাস (২৪),তাদের শিশুপুত্র জনতা বিশ্বাস (৬)ও তাদের মেয়ে জয়া বিশ্বাস(৩)সহ সর্বমোট ১১ জন বাংলাদেশি নাগরিক।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রেবেশের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায়   মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.