করোনায় মাগুরায় আপনার খাদ্য আপনিই চাষ করুন

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদ :

আমরা প্রতিনিয়ত কত চ্যালেঞ্জ করে থাকি। কিন্তু এই দুর্যোগকালীন অবস্থায় একটু ভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করা যাক। বাড়ির আঙিনায় সবজি চাষ করে সবাইকে চমকে দিন এবং নিজেরাও তাজা সবজি খান।এই সময়ে আপনার খাদ্য আপনিই চাষ করে নিতে পারেন।

সম্প্রতি মাগুরায় লক্ষ্য করা যাচ্ছে অনেকে করোনায় ঘরবন্দি অবস্থায় বাড়ির আঙিনায় সবজি চাষ শুরু করেছে।

বাড়ির আঙিনায় বা যেকোনো জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের সবজির বিজ বপন করা হচ্ছে।

বাড়িতে সবজি চাষের কাজে নিতে পারেন শিশুদেরও। এতে তাদের ঘরবন্দি অবস্থার হতাশা কেটে যাবে এবং তারা অনেকবেশি আনন্দিত হবে। এছাড়া তারা বাগান করা, মাটি এবং সৃষ্টি ও জীবন সম্পর্কে অনেক সুন্দর ধারণা পাবে।

বাড়িতে রান্না করা বিভিন্ন সবজির ফেলে দেয়া বিজ থেকেই শুরু করতে পারেন এই তুলনীয় কাজটি।

Leave a Reply

Your email address will not be published.