মাগুরায় কাঁচি হাতে নিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটলেন জেলা প্রশাসক

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদ :

মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর উত্তরপাড়া এলাকার একটি মাঠে কৃষকদের সঙ্গে ধান কাটলেন মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। 
রবিবার দুপুরে স্থানীয় হোসেন আলীর জমির এ শস্য কর্তন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা প্রমুখ। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, মাগুরায় এবার ১৮ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ধান পাকার শুরুতে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ধান কেটে রবিবার কাশিনাথপুর উত্তরপাড়া মাঠে পাকা ধান কেটে এর উদ্বোধন করেছেন। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর বাম্পার ফলন আশা করা হচ্ছে। এ ছাড়া ধান কাটা ও ঘরে তোলার বিষয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.