শালিখায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

শালিখা

মাগুরা সংবাদ

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে মাগুরার শালিখায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে৷ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে কর্মচারী সমিতির আয়োজনে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মবিরতি ও অবস্থান পালন করে। এসময় তারা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মাগুরা জেলা কালেক্টরেট সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান,অম্রিত কুমার বিশ্বাস অফিস সহকারী উপজেলা ইউএনও অফিস,গোলাম কবির প্রধান অফিস সহকারি উপজেলা ভূমি অফিস,সাগরিকা বিশ্বাস পেশকার উপজেলা ভূমি অফিস,দোধিস্টি বিশ্বাস সার্টিফিকেট সহকারি উপজেলা ভূমি অফিস, কর্মচারি কল্যাণ সমিতির শালিখা উপজেলা শাখার সভাপতি মোঃ শিমুল হাসান৷ এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আলমঙ্গীর হোসেন,ওলিয়ার রহমান,উৎপল বিশ্বাস, সোরাব হোসেন,মোঃ টিটো আলম,গোপাল বিশ্বাস,মোঃ জাহাঙ্গীর হোসেন,হাসানুজ্জামান মুকুল,রিজিয়া খাতুন সহ অন্যান্য সংশ্লিষ্ট সরকারি কর্মচারিরা উপস্থিত ছিলেন। কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী প্রশাসনে মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির কর্মচারীগণের পদ পদবী পরিবর্তন দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। এ দাবি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়া সত্বেও এখনও বাস্তবায়ন না হওয়ায় এ সংগঠনের কেন্দ্রিয় কমিটি কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী এই কর্মসূচির পালন করা হচ্ছে। তারই অংশ হিসাবে শালিখা উপজেলায় পালন করা হচ্ছে৷ উল্লেখ্য চলমান এই কর্মসূচির মধ্যে গত ২১ জানুয়ারি সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দু’ঘণ্টা কর্মবিরতি পালন ও অফিস চত্বরে অবস্থান করা হয়৷ ২২-২৩ জানুয়ারি সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা কর্মবিরতি পালন এবং অফিস চত্বরে অবস্থান করা হয়৷২৭-২৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি পালন এবং অফিস চত্বরে অবস্থান করা হয় । ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন এবং অফিস চত্বরে অবস্থান করছি৷ ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে তারা সাংবাদিকদের জানান৷ তারা আরো বলেন আমাদের দাবী মেনে না নিলে কেন্দ্রিয় কমিটির ঘোষিত সকল কর্মসূচি অব্যাহত থাকবে৷

Leave a Reply

Your email address will not be published.