মহম্মদপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা,লাখো মানুষের ভিড়

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

আজ সোমবার (৪ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর এলাংখালী ঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘প্রাণ আপ বিহারী লাল শিকদার নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মহম্মদপুরের মধুমতি নদীতে সপ্তমবারের মত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ২০টি নৌকা অংশ নেয় বলে আয়োজকরা জানান।

সোমবার দুপুর ২ টায় মহম্মদপুরের বালুরচর গোপালনগর থেকে প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় মহম্মদপুর থানার ঘাটে এসে। নৌকা বাইচ উপলক্ষে অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলা।

বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতায় মাগুরা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান ও মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে প্রানবন্ত করতে সকাল থেকেই মাগুরা সহ বিভিন্ন জেলা থেকে প্রতিযোগি নৌকাসহ নানা রঙে সেজে বাইছালবৃন্দ মহম্মদপুরে মধুমতি নদীতে এসে অবস্থান নেন। বাড়তি টাকা রোজগার করার জন্য মধুমতিতে অতিরিক্ত নৌকার ভিড় দেখা যায়। উৎসুক দর্শকরাও নৌকা ভাড়া নিয়ে মধুমতি নদীতে নেচেগেয়ে আনন্দ করতে থাকে।

Leave a Reply

Your email address will not be published.