আন্তর্জাতিক পুরস্কার পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত মাগুরার প্রদীপ কুমার

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

আন্তর্জাতিক পুরস্কার পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত মাগুরার প্রদীপ কুমার বিশ্বাসসহ দুই কর্মকর্তা। প্রদীপ কুমার বিশ্বাস মাগুরা সদর উপজেলার আঠারো খাদা ইউনিয়নের আলিধানী গ্রামের পরিমল কুমার বিশ্বাসের ছেলে। প্রদীপ কুমার বিশ্বাস মাগুরা সংবাদকে জানান,আন্তর্জাতিক পুরস্কার পেয়ে তিনি খুবই আনন্দিত।মাগুরাবাসীর কাছে তিনি দোয়া কামনা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা আন্তর্জাতিক পুরস্কার ‘রিসার্চ পিস অ্যাওয়ার্ড ২০১৯, বেস্ট রিসার্চার ইন ডাটা কমিউনিকেশন’ পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের মো: আবদুল্লাহ ইউসুফ ইমাম (সহকারী মেইন্টিনেন্স ইঞ্জিনিয়ার) ও প্রদীপ কুমার বিশ্বাস (সাব-টেকনিক্যাল অফিসার)। গত ১৫ আগস্ট ভারতের তামিলনাড়–তে এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন ওই দুই কর্মকর্তা। বিশ্বের ১৫টি দেশের প্রায় ৩০ জনকে এই পুরস্কার দেয়া হয়। ওয়ার্ল্ড রিসার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট আরএনএস আবুথাহির এই পুরস্কার প্রদান করেন। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published.