মহম্মদপুরে ছাত্রীর শ্লীলতাহানি:অধ্যক্ষের ১ বছরের জেল

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

মহম্মদপুরে সিটি স্কুল ও কমার্স কোচিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগ উঠেছে।
ছাত্রীর পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে মাসিক বেতনের টাকা দিতে এসে মেয়েটি শ্লীলতাহানির স্বীকার হয়। কোচিং সেন্টারে ছাত্রীটি আসার পর বৃষ্টি শুরু হলে অন্য ছাত্র-ছাত্রীরা না আসায় জুয়েল জোর করে শ্লীলতাহানি করেছে বলেও জানান তারা।অভিযুক্ত জুয়েলের স্বীকারোক্তিমূলক ভিডিও ছাত্রীর পরিবারের কাছে রয়েছে বলে জানা গেছে। উক্ত শ্লীলতাহানীর ঘটনায় মহম্মদপুর উপজেলার সিটি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমার্স কোচিং সেন্টারের পরিচালক সহিদুজ্জামান জুয়েল (৩০) কে ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে কমার্স কোচিং সেন্টারের সামনে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমউদ্দিন এ দন্ডাদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published.