শ্রীপুরে ঈদ পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্রীপুর

মাগুরা সংবাদঃ

আজ (১৪ আগষ্ট) বুধবার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মাগুরা শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৮-২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পূর্নমিলনী ও প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাফিজুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ মোল্যা,খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব এজেড ওবায়দুল্লাহ,জনাব আতিয়ার রহমান বিশ্বাস,অভিরাম চন্দ্র পাল,পঙ্কজ কুমার বিশ্বাস সহ খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৮-২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্ত্ন শিক্ষক জনাব গুরুপদ বিশ্বাস,জনাব অনন্ত বিশ্বাস,জনাব খন্দকার মাসুদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন,জীবনের কর্মব্যস্ত সময়ের মাঝেও বারবার ফিরে আসতে মন চাই স্মৃতিময় এই বিদ্যাপিঠে।দীর্ঘদিন পর স্কুল জীবনের বন্ধুদের একত্রে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার।আজ আমরা এই পূর্নমিলনী ভবিষৎতে বড় পরিসরে আয়োজন করার প্রয়াস।আগামীতে প্রাত্ত্ন শিক্ষার্থীদের সমন্বয়ে বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা অব্যাহত থাকবে।এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের চলমান ২ টি শাখার পাশাপাশি বানিজ্য শাখা চালুর জোর দাবি জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাফিজুর রহমান বিশ্বাস বলেন,খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মহতি উদ্যোগের আমি সাধুবাদ জানাই।সেই সাথে দোয়া করি তোমরাদের কর্মময় জীবন এবং ছাত্রজীবনের প্রতিটি সোপান মঙ্গলময় হোক।

Leave a Reply

Your email address will not be published.