মহম্মদপুরে গোরস্থানে চোখ জুড়ানো সেই চমৎকার ফুটন্ত ফুলে রং-বাহারি প্রজাপতি

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গোরস্থানে  কবরের মা‌টি  ফুড়ে চোখ জুরা‌নো চমৎকার ফুল ফু‌টে আ‌ছে।অসংখ্য মানুষ  ওই ফুল‌ দেখ‌তে ভীড় জমা‌চ্ছে।জানা যায়,  ধোয়াইল গোরস্থান পরিস্কার করার সময় ওই ফুল কিছু ব্যাক্তিদের চো‌খে প‌রে। প‌রে এখবর ছ‌ড়ি‌য়ে পর‌লে তা দেখার জন্য অনেকে ভীড় কর‌ছে।একজন প্রত্যক্ষদর্শী জানান,গাছটি অপরিচিত বর্তমানে গাছে ফুল ফুটেছে অনেক লোকজন কৌতুহল বসত গাছটি দেখতে ভিড় জমাচ্ছে। চোখ জুড়ানো চমৎকার এই ফুটন্ত ফুলে রং-বাহারি প্রজাপতির মেলা বসেছে ।

কিন্তু সংবাদটি মাগুরা সংবাদে প্রকাশিত হওয়ার পর থেকে অনেকে ফুলটির ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর থেকে কে বা কারা ফুল গাছটিকে চুরি করে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published.