নিউইয়র্কে বড় কোন অনুষ্ঠানে তেমন কেউ না আসলেও মাগুরার সাকিবকে দেখতে লাইন

খেলাধুলা

মাগুরা সংবাদঃ

বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টিকিট কেটে লাইন দিয়েছেন অন্তত দুইশত মানুষ। শো টাইম মিউজিক আয়োজিত ‘সাকিব আল হাসানের সঙ্গে অন্তরঙ্গ আড্ডা’ শিরোনামের একটি অনুষ্ঠানে শুক্রবার (১৯ জুলাই) রাতে নন্দিত এই ক্রিকেটারের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে।একশ ডলারের প্রবেশ মূল্য দিয়ে সাকিবের সঙ্গে রাতের খাবারসহ আলাপচারিতায় অংশ নেয়া ও ছবি তোলার সুযোগ পান প্রবাসীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামিম আল আমিন ও আয়োজক আলমগীর খাঁন আলম।

সাকিব আল হাসান অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আমার স্বপ্ন আমার নেতৃত্বে আগামী বিশ্বকাপ জয়লাভ করা।’ তিনি আরও বলেন, ‘আমি নিউইয়র্কে মানুষের ভালোবাসায় মুগ্ধ, আপ্লুত। এর আগে শো টাইমের চারটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। আর মানুষের ভালোবাসার জন্যই এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন থেকে নিউইয়র্ক চলে এসেছি।’

আয়োজক আলমগীর খাঁন আলম বলেন, ‘নিউইয়র্কে বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানেও মানুষজন টিকিট কেটে আসতে চায় না। সেখানে সাকিবকে ভালোবেসে মানুষ যেভাবে পরিবারসহ অংশগ্রহণ করেছে তাতে এমন আয়োজন করার উৎসাহ আমরা আরও পাই। সাকিব আল হাসানের প্রতি আমাদের কৃতজ্ঞতা, কারণ আমরা বলামাত্রই তিনি অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন। তিনি হাসিমুখে আন্তরিকভাবে দুইশোর বেশি মানুষের সঙ্গে একক ছবি তুলেছেন।’

Leave a Reply

Your email address will not be published.