শালিখায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ

শালিখা
 মাগুরা সংবাদঃ
শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে মাগুরার শালিখায় র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে ৷ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় ৷ এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচন সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুর-২আসনের সংসদ সদস্য ও সাবেক যুবওক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ত্র্যাডঃ মোঃ কামাল হোসেন, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা প্রমুখ ৷ অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। উল্লেখ্য ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চলবে জাতীয় মৎস্য সপ্তাহ।

Leave a Reply

Your email address will not be published.