মাগুরার মাঠে মাঠে এখন পাট কাটা,পাট ধোঁয়া ও শুকানোর কাজে ব্যস্ত চাষীরা

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলার ৪ উপজেলায় মাঠে মাঠে এখন পাট কাটা, জাগ দেয়া, আশ ছড়ানো এবং শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। উপজেলার বিভিন্ন বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, এবার পাট চাষে মোটামুটি অনুকূল আবহাওয়া ছিল। বর্তমানে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছড়ানো এবং শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষীরা। উপজেলার বিভিন্ন বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে।

পাট সংরক্ষণকারী এক ব্যবাসায়ী বলেন, পাট কিনতে শুরু করেছি। পুরোপুরিভাবে এখনও বাজারে পাট আসতে শুরু করেনি। তবে পাটের দাহিদা আছে।

 

Leave a Reply

Your email address will not be published.