শ্রীপুরে হতদরিদ্র এক মায়ের নব বিবাহিত কন্যার জন্য ট্রাঙ্ক ও দৃষ্টি প্রতিবন্ধীকে গরু প্রদান

শ্রীপুর

মাগুরা সংবাদঃ

 

মাগুরা জেলার শ্রীপুরে হতদরিদ্র এক মায়ের নব বিবাহিত কন্যার জন্য একটি ট্রাঙ্ক ও একজন দৃষ্টি প্রতিবন্ধীকে গরু প্রদান করা হয়েছে।সোমবার  শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এই ট্রাঙ্ক ও গরু প্রদান করেন।

জানা যায়, দৃষ্টি প্রতিবন্ধী মো: খলিল আহমেদ, বারইপাড়া, শ্রীকোল ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে বাদাম বিক্রি করে তার ৫ সদস্যবিশিষ্ট পরিবার নিয়ে নিদারুণ সংগ্রাম করছেন। খলিলের পরিবারে উপার্জনকারি আর কোন সদস্য নেই। এই শারিরীক সীমাবদ্ধতা উপেক্ষা করে তার এই জীবন সংগ্রামে উৎসাহ দেওয়ার জন্য তারই ইচ্ছের প্রেক্ষিতে তার পরিবারকে এই গরু উপহার দেওয়া হয়।

অপরদিকে হতদরিদ্র এক মা তার সদ্য বিবাহিত মেয়েকে একটি ট্রাঙ্ক দিতে যাতে পারে তার আকুতির কারনে তাকে একটি ট্রাঙ্ক প্রদান করে  সহযোগিতা করা হয়েছে বলে জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published.