মাগুরায় বিভিন্ন স্থানে নজরদারি, শঙ্কা কাটেনি এখনও

মাগুরা সদর রাজনীতি

মাগুরা সংবাদ

৩০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। শনিবার রাত পোহালেই অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত নির্বাচন। আর সে জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মাগুরায় ২টি আসনে।ইতোমধ্যে মাগুরার ২টি আসনে সেনা, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্থানে নজরদারি রেখেছেন তারা। তারপরেও শঙ্কা কাটেনি। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট হবে কি হবে না, এ নিয়ে নানা সংশয় রয়েছে ভোটারদের মাঝে। সেই সাথে কে হারবেন, কে জিতবেন এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ।মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা জানান, মাগুরায় ২টি সংসদীয় আসনে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তি পূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.