মাগুরায় পাট কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

কৃষি মাগুরা

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলার ৪ উপজেলায় পাট কাটার ধুম পড়েছে। কৃষকরা খুব ব্যস্ত হয়ে পড়েছে পাট কাটা ও জাগ দেয়ার কাজে।

ভরা মওসুম শুরুতে পাট কাটা ও জাগ দেয়া শুরু করতে পারায় ভালো অাঁশ পাওয়া যাবে বলে মনে করছে কৃষকরা । যথাসময়ে বর্ষা আগমনে কৃষকরা তাদের শ্রমের যথাযথ মূল্য পাবে বলেও মনে করছে কৃষকেরা। জানা যায় চলতি মওসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সব ধরনের ধানের বাম্পার ফলন হয়েছে। যার ব্যতিক্রম ঘটেনি পাটেও।

পাটের সম্মানজনক দাম এবং তার উপর আবহাওয়ার প্রতিকূল থাকায় কৃষকদের চোখে মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। তাই ভরা বর্ষ মওসুমে এবং আষাড়ের শেষ দিকে পুরো দমে পাট কাটায় ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। পাট কাটার পাশাপাশি চলছে জাগ দেয়ার কাজ। খাল-বিল, নদী-নালা, পুকুরসহ নিচু অঞ্চলে পর্যাপ্ত পানি থাকায় কৃষকরা স্বচ্ছ আশের আশা নিয়ে পাট জাগ দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.