শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে মাগুরায়

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

বাধন মিয়া,মহম্মদপুরা,মাগুরাঃ

 

মাগুরা জেলায় প্রতি বছর মধ্য আশ্বিনের আগে ও কার্তিকের শুরুতেই হালকা থেকে মাঝারী বৃষ্টির মধ্য দিয়ে শুরু হয় শীতের আগমনী বার্তা। বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তন হলেও আশ্বিন-কার্তিক মাসে প্রতি বছরই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে সারাদেশেই কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়। খোজ নিয়ে জানা যায়, মাগুরার সকল থানাতেই রাতে শীত অনুভূত হচ্ছে। সেই সাথে দিনভর রোদের কারনে একটু গরম লাগলেও বিকাল থেকেই শীতল হাওয়া আর সন্ধ্যার পর পরই কুয়াঁশাও ঝরতে শুরু করেছে। রাতে হালকা থেকে মাঝারী কুয়াশা ঝরছে। মধ্য রাতের পর থেকে ঘরের চালা থেকে পড়ছে হালকা বৃষ্টির মতো কুয়াশার পানি। সাকালে উঠে দেখা মিলছে বিভিন্ন লতা, পাতা,গাছে যেনো শিশিরের অলংকার পড়েছে। তাই মানুষ রাতে ফ্যান বাদ দিয়ে এখন কম্বল-কাঁথা নেয়া শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published.