ব্যস্ত সময় পার করছে মাগুরার বাদ্যযন্ত্র তৈরির কারিগররা

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

ঢাকের তালে কোমর দুলিয়ে খুশিতে নাচবে সবাই। কারণ আরকি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ পূজাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন মাগুরার বাদ্যযন্ত্র তৈরির কারিগররা। পূজাতে ঢাক-ঢোলের বাজনা অপরিহার্য। কারণ হিন্দুশাস্ত্রেও এর ব্যবহারের উল্লেখ রয়েছে। তাই ঢাক-ঢোল ছাড়া পূজা-অর্চনার কথা ভাবাই যায় না। তবে বর্তমান সময়ে সাউন্ড সিস্টেমের আধিক্যে ঢাক-ঢোলের বাজনা কমছে।
কাঠ, চামড়াসহ বিভিন্ন উপকরণের দামও বৃদ্ধি পাওয়ায় এখন খুব একটা লাভের মুখ দেখছেন না বলে জানান বাদ্যযন্ত্র তৈরির কারিগররা।
মাগুরা জেলায় প্রতিটি বাদ্যযন্ত্র তৈরির দোকানেই ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা। কাঠের খুট খাট শব্দে মুখর দোকানগুলো। ঢাক-ঢোলের জন্য খোল তৈরি, রং করা, চামড়া লাগানো এবং মেরামতে ব্যস্ত দেখা গেল বেশিরভাগ কারিগরদের।
বছরের অন্য সময় এখানকার কারিগররা চামড়ার ছাউনিযুক্ত মৃদঙ্গ, তবলা, পাকোয়াজ, ঢাক-ঢোল, কঙ্গ-বঙ্গ, জোরখাই ইত্যাদি পণ্য তৈরি ও মেরামত করেন। কিন্তু দুর্গাপূজাকে সামনে রেখে ঢাক-ঢোলের চাহিদা বেশি থাকায় তারা ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

Leave a Reply

Your email address will not be published.