তিতলির প্রভাবে মাগুরাসহ সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।

এদিকে দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলে ট্রলারগুলোকে সতর্ক থেকে মাছ ধরতে বলা হয়েছে।ঘূর্ণিঝড় তিতলি ওড়িশা ও অন্ধ্র প্রদেশ রাজ্যে তাণ্ডব শেষে উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এর প্রভাবে বঙ্গপোসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্ট হওয়ায় আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা বয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published.