যেকোনো মুহূর্তে রায় : মাগুরা জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

মাগুরা সদর
মাগুরা সংবাদঃ

ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নারকীয় সেই ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘিরে সবার নজর এখন আদালতের দিকে।যেকোনো মুহূর্তে রায় ঘোষণা হতে পারে।আজ বুধবার (১০ই অক্টোবর) সকালে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার রায় উপলক্ষে মাগুরা জেলা সদরে জামরুল তলায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কঠোর অবস্থান কর্মসূচি গ্রহন করেন। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ তানজেল হেসেন খাঁন,সহ-সভাপতি এ্যাড.সৈয়দ শরিফুল ইসলাম,সাধারন সম্পাদক- পঙ্কজ কুমার কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে ভয়াবহ নৃশংস ওই গ্রেনেড হামলা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল। আজ তার বিচার মিলতে যাচ্ছে।

ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন সকাল ১০টার পর কোনো এক সময় হত্যা ও বিস্ফোরক আইনে করা আলোচিত দুই মামলার রায় ঘোষণা করবেন।

এ রায় ঘিরে সকাল থেকেই নাজিমউদ্দিন রোড ও আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published.