মাগুরাবাসী সারা জীবন আমার হৃদয়ে থেকে যাবে:মাগুরা জেলা প্রশাসক

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলার কর্মস্থল থেকে বিদায়লগ্নে মাগুরা জেলা প্রশাসকের  Dc Magura ফেসবুক টাইমলাইন থেকে প্রকাশিত বক্তব্য হুবুহু তুলে ধরা হল।

 

সম্মানিত মাগুরাবাসী

জেলা প্রশাসক হিসেবে আজ ছিল আমার শেষ অফিস ।
প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যে ভরা ‘‘ মোহনীয় মাগুরা ’’ জেলায় মোট এক বছর ঠিক এক বছর ৫ মাস ৭ দিন ছিলাম।

পরবর্তী গন্তব্য নৌ পরিবহণ মন্ত্রণালয় ।

জেলা প্রশাসক হিসেবে মানুষের, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করার মতো সুযোগ মাঠ পর্যায়ে খুব বেশি নেই। অকল্পনীয়।
কিন্তু আজ নিশ্চিত না যে সেই সুযোগ কতো টুকু কাজে লাগাতে পেরেছি।

এই সময়টায় জেলা প্রশাসনে পেয়েছিলাম বেশ কয়জন দক্ষ সহকর্মী। তাদের অক্লান্ত পরিশ্রম আর মেধার চর্চার কারণে সহজ হয়েছিলো দিন রাতের পথ চলা। অনেক কৃতজ্ঞতা তাদের জন্য ।

পেয়েছি বিজ্ঞ জেলা ও দায়রা জজ, মাগুরা আর পুলিশ সুপার, মাগুরার অকুণ্ঠ সমর্থন আর সহযোগিতা। জেলার সব বিভাগের প্রধান, সিভিল সার্জন মাগুরা আর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক নানা ভাবে সাহায্য করেছেন নানা কাজে। জেলার স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডের সদস্যরা অনেক স্বেচ্ছাশ্রম দিয়েছে বছর জুড়ে।
প্রেস ক্লাবের প্রতিটি সদস্য প্রশাসনের পাশে ছিল।

মনে পড়ছে মাগুরার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব এর কথা, তার কথা এ জেলার লোক জন সব চেয়ে বেশি মনে রেখেছেন।

মনে পড়ছে সাবেক জেলা প্রশাসক মুহ ঃ মাহবুবর রহমানের কথা, যার কাছ থেকে দায়িত্ব নিয়েছিলাম।

প্রতিটি কাজে মাগুরারবাসির ইতিবাচক মানসিকতার পরিচয় পেয়েছি।

আলাদা করে কারো নাম উল্লেখ করতে গেলে অনেক অনেক দীর্ঘ হবে।

মাগুরার প্রতিটি মানুষের প্রতি রইলো কৃতজ্ঞতা।

আপনাদের সেবা করার মানসিকতা ছিল, কিন্তু মনে হচ্ছে আরও বেশি করা যেত।

ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি থাকলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা

আশা করি আগামী দিনগুলোতে মাগুরার জেলা প্রশাসনের প্রতি আপনাদের এই মনোভাব অব্যাহত থাকবে।

মাগুরার মানুষের বিশেষ করে শিশুদের ভালবাসায় অভিভূত হয়ে ‘’মোহনীয় মাগুরা ‘’ কে নিয়ে একটি থিম গান লিখেছিলাম।

দেশে এবং দেশের বাইরে থাকা মাগুরার মানুষদের জন্য গানটি উৎসর্গ করছি।

দেশে এবং দেশের বাইরে থাকা মাগুরার মানুষদের জন্য গানটি উৎসর্গ করছি।

https://www.youtube.com/watch?v=-7Et4eeMKic

মাগুরা এবং এ জেলার মানুষ সারা জীবন আমার হৃদয়ে থেকে যাবে।

আপনারা ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published.