ইন্টারনেটের ধীরগতিতে কাঙ্খিত সেবায় বেগ পাচ্ছে গোপালগ্রাম ইউনিয়নবাসী

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

 এসএম মতিন রহমান:

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগতার অফিস কক্ষে এসে ইন্টারনেট সেবা সহ কাঙ্খিত সেবা পাচ্ছেন না বলে জানা গেছে ইউনিয়নের জনগণ। জানা যায়, অনেক দিন ধরে অফিসে থাকা ওয়াইফাই কানেকশন, ল্যাপটপ, প্রিন্টারহ যাবতীয় যন্ত্রাংশ প্রায় অচল অবস্থায় রয়েছে। জনগণের অভিযোগের ভিত্তিতে সেবা ব্যহত হওয়ার ব্যাপারে গোপালগ্রাম ইউপির উদ্যোগতা জাহাঙ্গীর আলম জানান, অনেকদিন ধরে অফিসের পুরোনো ল্যাপটপ- প্রিন্টার যন্ত্রাংশের সার্ভিস সমস্যা রয়েছে। এছাড়াও ওয়াইফাই কানেকশনের ধীরগতির কারণে ইন্টারনেট সেবা দিতে এক একটি কাজে জন্য অনেক সময় লেগে যাচ্ছে । এতে সঠিক সময়ের মধ্যে এবং যথাযথভাবে সেবা দিতে কিছু সমস্যা পড়তে হচ্ছে বলে জানান তিনি। তবে নতুন করে ল্যাপটপ, প্রিন্টার সহ যাবতীয় কম্পিউটার ল্যাব পেলে আগের মতই দ্রুত কাঙ্খিত সেবা দিতে বেগ পেতে হবে না বলেও জানান তিনি। এদিকে দ্রুত এই সমস্যা সমাধান করে পরিষদের ইন্টারনেট সেবা সহ কাঙ্খিত সেবা পেতে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন উক্ত ইউনিয়নবাসী।

Leave a Reply

Your email address will not be published.