মাগুরা শ্রীপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

শ্রীপুর

মাগুরা সংবাদ:

শ্রীপুর প্রতিনিধি,(মাগুরা):

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানসমূহে আলোকসজ্জা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন উপলক্ষে ২০ মিনিটের ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। পরে বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, নার্গিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.