স্মৃতিচারণমূলক স্বরচিত কবিতা

শ্রীপুর

স্মৃতির পাতা থেকে
বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খাঁন বাবু

বাবুই পাখির ডাকে
যে কবি বেহাল হয়ে
পথ হারিয়ে নদীর বাঁকে
ভূলে যেত বিদ্যালয়ের যাওয়ার কথা
সে মোর প্রানের কবি শ্রদ্ধেয় স্যার তাঁর কবিতার মাঝে
এনেছিলেন দিল্লির সম্রাটকে শিক্ষকের দ্বারস্থে।

সে আমাদের গৌরব কবি কাদের নওয়াজ
মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক থাকাকালীন
আমি তাঁর ছাত্র।

ভূলে যেত শিক্ষক – ছাত্র সম্বন্ধ
শ্রেণিকক্ষে সদালাপে
বলে যেত যাত্রা পালার
পারস্যের সোহরাব রোস্তমকে?
তখন চলছিলো যাত্রা পালা স্কুল মাঠে
ইংরেজি সাল ১৯৬৮
আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি
এই মহামতিকে?

Leave a Reply

Your email address will not be published.