মাগুরা শ্রীপুরে জাতীয় কৃৃমি সপ্তাহ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

শ্রীপুর

মাগুরা সংবাদ:
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. জুলি চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মিশাত তাসনিম মনীষা, মেডিকেল অফিসার ডা. কাজী এজাজ আহম্মেদ রোচি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রানী ভদ্র, জিকে আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শিশির শিকদার, স্যানেটারী ইন্সপেক্টর অচিন্ত কুমার সাহা, ইমাম আলহাজ্ব আকতারুজ্জামান, সাংবাদিক খান আবু হাসান প্রমুখ।

সভায় ৭ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুদের ১ ডোজ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.