শ্রীপুরে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ

শ্রীপুর

মাগুরা সংবাদ:

লেনিন জাফর,শ্রীপুর, মাগুরা:

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মুক্তমঞ্চে মঙ্গলবার মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭-২৩ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠামালার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ মেলা অনুষ্ঠিত হচ্ছে । এরই অংশ হিসেবে মঙ্গলবার মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মুক্তিযোদ্ধাগণ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহনে উপজেলা পরিষদ পাদদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেই সাথে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ও পরবর্তিতে মৃত্যুবরণকারী সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শ্যমানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, জেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও কামান্না সম্মুখ যুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু, মাগুরা সদর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্সী আবদুর রউফ, শ্রীপুর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, মহম্মদপুর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুল হাই, শালিখা উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকী।
সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছার আশাসহ আরোও অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্র্তা, সাংবাদিক ও উপজেলার প্রায় চারশত মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.