মাগুরায় দুপক্ষে সংঘর্ষ-গুলি, গুলিবিদ্ধসহ আহত ১০

মহম্মদপুর

মাগুরা সংবাদ:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ  ফাঁকা গুলি,রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৫ মার্চ) সকালের দিকে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের  উরুড়া  গ্রামে এ ঘটনা ঘটে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দীর্ঘদিন ধরে ওই গ্রামে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর এক পক্ষের নেতৃত্ব দেন বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মনিরুল ইসলাম, অন্যপক্ষে সাবেক মেম্বার লিয়াকত মোল্লা।সম্প্রতি ওই গ্রামে একটি  ওয়াজ মহফিল আয়োজনকে কেন্দ্র করে আবার নতুন করে বিরোধের সৃষ্টি হয়।এ বিরোধের এক পর্যায়ে এলাকায় আধিপত্য বিস্তার নিতে দুই পক্ষের  সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published.