মহম্মদপুরে মোবাইলে গেম খেলতে না পেরে কিশোরীর আত্মহত্যা

মহম্মদপুর

মাগুরা সংবাদ :

 অনেক কিশোর-কিশোরী মোবাইল ফোনে ফ্রি ফায়ার ও পাবজি গেম সহ নানা গেমে আসক্ত হয়ে পড়েছে। কোমলমতি কিশোর-কিশোরী তথ্যপ্রযুক্তির কল্যাণে ঘরকুনো হয়ে গেমের নেশায় বুঁদ হয়ে যাচ্ছে। এ গেম খেলতে মোবাইল ফোন না পেয়ে এক স্কুলশিক্ষার্থী আত্মহননের পথ বেঁছে নিয়েছে।

মাগুরায় মহম্মদপুর উপজেলায় মোবাইল ফোনে গেম খেলতে না পেরে মায়ের সাথে অভিমান করে তহমিনা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাবুখালী  ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তহমিনা রায়পুর গ্রামের ইশারত মোল্লার মেয়ে। সে চালিমিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ছিল।

 

Leave a Reply

Your email address will not be published.