মাগুরার সন্তান কনস্টেবল শামীমের মৃত্যুতে শোক যশোর পুলিশের

মাগুরা সদর

মাগুরা সংবাদ:

যশোর জেলার মোটরযান শাখায় কর্মরত কনস্টেবল শামীম আহম্মেদ আর নেই।

মাগুরা সদর হাসপাতালে শনিবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শামীমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যশোর পুলিশ। শোক প্রকাশ করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএমও।

২২ নভেম্বর শারীরিকভাবে অসুস্থ হলে পুলিশ হাসপাতাল যশোরের মাধ্যমে বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনায় ভর্তি করা হয় শামীমকে। সেখানে চিকিৎসাকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন চিকিৎসক।

খুলনা থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়ার পথে মাগুরা সদরে পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে তৎক্ষণাৎ মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

শামীম স্ত্রী, এক পুত্রসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৭৮ সালের ১৫ অক্টোবর মাগুরা সদর থানাধীন বিষ্ণুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

শামীম ২০০৬ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ পুলিশে যোগদান করে ১৫ বছর ৬ মাস ২৮ দিন অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published.