মাগুরাসহ ৩৬ জেলায় একজনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি

মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় নতুন করে ২৪৭ জনের সংক্রমণ শনাক্ত হলেও ৩৬ জেলায় একজনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

যেসব জেলায় করোনা রোগী শনাক্ত হয়নি, সেগুলো হলো ঢাকা বিভাগের গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, জামালপুর, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াঝড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর, রাজশাহী বিভাগের চাপাইনাবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও নীলফামারী, খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৮০ শতাংশই ঢাকা বিভাগের বাসিন্দা। এ বিভাগের রাজধানীর ঢাকা ও ঢাকা জেলা, নারায়নগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ফরিদপুরে ১৯৮ জন রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া গত চব্বিশ ঘণ্টায় দেশের চার বিভাগে করোনা সংক্রমিত কারও মৃত্যু হয়নি। এ বিভাগগুলো হলো- চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ।

Leave a Reply

Your email address will not be published.