মাগুরায় করোনা রোগীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

মাগুরা সদর

মাগুরা সংবাদ:

মাগুরা জেলায় করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ক্রমেই বাড়ছে শনাক্তের সংখ্যা।প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে। হাসপাতালের করোনা ইউনিটে ৫০টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন আরও বেশি রোগী। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রোগী ও স্বজনদের পক্ষ থেকেও নানা অভিযোগ রয়েছে।

করোনা ইউনিটের একটি সূত্র জানায়, রোগীর চাপ বেশি থাকায় শয্যার পাশে হাসপাতালের বারান্দায় অন্যদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

রোগী ও স্বজনরা জানান, করোনা ওয়ার্ডের একটি কক্ষে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেয়া হয়। করোনা পরীক্ষার পর পজিটিভ হলে আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানেও রোগী রাখার জায়গা নেই। যাদের নেগেটিভ আসে তারাও সুস্থ হওয়ার আগ পর্যন্ত করোনা ইউনিটে থাকেন।

 

 

Leave a Reply

Your email address will not be published.