মহম্মদপুর বাসীর কাছে আমি ঋনী,বিদায়লগ্নে মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

বিদায়লগ্নে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নিবাহী অফিসারের মাগুরা জেলা প্রশাসককে নিয়ে ফেসবুকে যে স্টাটাস সেটি হুবুহু তুলে ধরা হল।

মুহম্মদপুরের পাঠ শেষ করে চললাম ভিন্ন জায়গায়,নতুন অজানায়।বিদায়লগ্নে সম্মানিত জেলা প্রশাসক স্যারের আন্তরিক শুভ কামনায় মুগ্ধ হয়েছি। একজন জেলা প্রশাসক কিভাবে সকলের অত্যন্ত কাছের মানুষ হতে পারেন তার অনন্য নজির আতিক স্যার। ধন্যবাদ মাননীয় মন্ত্রি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রির এপিএস মহোদয় আমার কর্মকালিন সময়ে বিভিন্নভাবে সাহা্য্য করার জন্য।ডিডিএলজি আজিম স্যার,অতিরিক্ত জেলা প্রশাসক আজমল স্যার,কামরুন্নাহার স্যার, আজাদজাহান স্যার,রোকসানা স্যার, ফরিদ স্যার যেভাবে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে, স্নেহ দিয়ে নানাবিধ বিষয় শিখিয়েছেন রকমারি সমস্যা সমাধানে তার জন্য আমি কৃতজ্ঞ। ডি সি অফিসের সকল অনুজ সহকর্মির প্রতি রইল ভালবাসা। মহম্মদপুরের সকল শ্রেনি পেশার মানুষ,রাজনৈতিক ব্যক্তি,সাংবাদিক মুক্তিযোদ্ধা,উপজেলার সকল কর্মকর্তার আন্তরিক সহযোগিতা আমার অবস্থানকালিন কাজকে সহজ করে তুলেছে।বিশেষ করে অফিসার্স ক্লাবের আয়োজনে এই সুন্দর নৌকা ভ্রমন চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেকেই আমার জন্য চোখের পানি ফেলেছেন যা আমার জন্য বড় ভালবাসার বহিপ্রকাশ। অনেকের সাথেই আসার সময় দেখা হয়নি,অনেককে বলতে পারিনি সেজন্য দুঃ:খিত। মুহম্মদপুর বাসির কাছে আমি ঋনী। অনেক দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারিনি, তবে চেষ্টার কোন ত্রুটি ছিলনা। ভাল থাকুন মুহম্মদপুরবাসি তথা মাগুরাবাসি। সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা দায়িত্বে থাকবেন। কোন প্রয়োজনে ০১৭৩৩৩৯৯৭৭৯ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ থাকল।দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেয।

Leave a Reply

Your email address will not be published.