মাগুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাস্ক না পরায় জরিমানা

মাগুরা সদর

মাগুরা সংবাদ :

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত মাগুরায় পৃথক অভিযান চালিয়েছে। এ সময় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি মেনে না চলার অভিযোগে জরিমানা করা হয়।

আজ সোমবার (১০ মে) দুপুরে মাগুরার শত্রুজিৎপুর বাজারে অভিযান পরিচালনা করেন  মাগুরা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক না পরার অপরাধে  জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম মাগুরা সংবাদকে বলেন, ‘অনেকের মধ্যেই স্বাস্থ্যবিধি, বিশেষ করে মাস্ক না পরার প্রবণতা  দেখতে পাচ্ছি। মাস্ক না পরার জন্য তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখানোর চেষ্টা করছেন। আমরা যতটুকু সম্ভব তাদের বুঝিয়ে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের নিজেদের সচেতন হতে এবং পরিবারের সদস্যদের এই করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে মাস্ক পরে চলাফেরার পরামর্শ দিচ্ছি। এছাড়া যাদের জরিমানা করা হয়েছে তাদেরও আমরা সতর্ক করেছি।’

তিনি বলেন, ‘ঈদ যতই সামনে আসছে, লোকজনের কেনাকাটার প্রবণতা বেড়ে যাচ্ছে। আমরা সরকারি নির্দেশনা মোতাবেক মাঠে রয়েছি। শপিং সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি যেন তারা মনিটরিং করে। এ বিষয়ে গাফিলতি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published.