মাগুরায় কালবৈশাখী ঝড় আর গরম বাতাসে পুড়ল কৃষকের স্বপ্ন

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদ :

 

‘রোববার বিকেলেও মাঠজুড়ে সবুজের বুকে সোনালি রঙে দোল খাচ্ছিল ধানের শীষগুলো। আহারে, কি দারুন দেখাচ্ছিল! হঠাৎ একটি ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেল’—মাগুরা সংবাদকে বলেন মাগুরার মহম্মদপুর উপজেলার বাসিন্দা কৃষক মহত মোল্লা। তিনি-সহ স্থানীয় কৃষকরা জানান, হঠাৎ করে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় আর গরম বাতাসের প্রভাবে তাদের জমির সব ধান নষ্ট হয়ে গেছে।

কিছুদিনের মধ্যেই ধান কাটার ধুম পড়বে, নতুন ধানের গন্ধে ভরে উঠবে আঙিনা- কৃষকরা যখন এমন সোনালি স্বপ্নে বিভোর, ঠিক তখনই সব কিছু তছনছ করে দিল কালবৈশাখীর ছোবল।

গতবছর থেকে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব, তার ওপর একমাত্র জমির ধান নষ্ট হওয়ায় কিভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

স্থানীয় কৃষক রশিদ সরদার মাগুরা সংবাদকে জানান, কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে মাগুরায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা অবস্থা কৃষকদের।

কৃষকদের অভিযোগ, ফসলের ব্যাপক ক্ষতি হলেও এখন পর্যন্ত কৃষি অফিসের কোনো কর্মকর্তা তাদের খোঁজ নিতে আসেননি। এছাড়া ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতাও চান তারা।

তবে মাঠ পর্যায়ে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি অফিস।

 

Leave a Reply

Your email address will not be published.