শালিখায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে জরিমানা

শালিখা

 

মাগুরা সংবাদ :

শালিখা উপজেলার বাহির মল্লিকা ও শিবুদাসপুর গ্রামের মধ্যবর্তী মাঠের কৃষি জমি থেকে অবৈধ্য ভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে ২০ ফেব্রুয়ারী রফিকুল ইসলাম নামের এক ভুমিদস্যুকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মোহাম্মাদ বাতেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মোহাম্মাদ বাতেন জানান- বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় শনিবার(২০ ফেব্রুয়ারি) সকালে এক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পৌঁছে বাস্তব প্রমান পাওয়ায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে জড়িত না হওয়ার জন্য সাবধান করে দেয়া হয়। তিনি আরও বলেন, আবাদি জমি নষ্ট করে কেউ মাটি বা বালি উত্তোলন করলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.