মাগুরা-যশোর সড়কে ৩২ পিস সোনার বিস্কুটসহ দুই যুবক আটক

বাংলাদেশ

মাগুরা সংবাদ :

মাগুরা-যশোর সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে ঢাকা থেকে সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে ৩২ পিস সোনার বিস্কুটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৬ খুলনার সদস্যরা।

আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের শুকুর আলীর ছেলে শামীম হোসাইন (৪০) এবং যশোরের শার্শা উপজেলার দিঘা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন কবির মিরাজ (২৬)।

র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুর রহমান মল্লিক যশোর কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তারা গোপন সূত্রে জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী ‘সাতক্ষীরা এক্সপ্রেস’ নামক বাসে সোনা নিয়ে চোরাকারবারীরা সাতক্ষীরা যাচ্ছে।

সংবাদ পেয়ে গত রোববার ভোর ৪টার দিকে মাগুরা-যশোর সড়কের যুব উন্নয়ন অধিদফতরের সামনে বাসটি দাঁড় করানো হয়। এ সময় দুই যুবক বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে দেহ তল্লাশি করে ৩২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার মূল্য ১ কোটি ৯১ লাখ ৯২ হাজার ১২৫ টাকা।

এই ঘটনায় দায়েরকরা মামলার দুই আসামি সোমবার যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.