ভারতে বিদেশি হাঁস পাচারের সময় মাগুরার ২ জনসহ আটক ৩

বাংলাদেশ

মাগুরা সংবাদ :

যশোর-মাগুরা সড়কের খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৬টি বিদেশি হাসপাখি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড ৩৬ হাসপাখি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের লুৎফর শেখের ছেলে শেখ রাসেল, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে রাজ্জাক হাসান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের মৃত ফজেল মাতুব্বরের ছেলে রুবেল হোসেন।

জানা গেছে, খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খান শুক্রবার ভোরে খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড ৩৬ হাসপাখি উদ্ধার করেন। এ সময় অবৈধপথে ঢাকা থেকে হাসগুলো সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসলে পাচারকারীদের আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published.